শহীদ মঞ্চে মাল্যদান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিগ্রেডিয়ার বলবীর সিংহ
অপারেশন সিন্দুরে সাফল্যে গর্বিত গোটা দেশ। ভারতীয় সেনাকে কুর্নিশ জানাতে দেশজুড়ে চলছে, সম্মাননা জ্ঞাপন ও বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি। রবিবাসরীয় সন্ধ্যায় স্বেচ্ছায় রক্তদান শিবির তৎসহ বীর শহীদের শ্রদ্ধাঞ্জলি জয়সওয়াল বিদ্যামন্দিরে। সুদামা দেবী- ভগবান দাস জয়সওয়াল ফাউন্ডেশন ও ২৭নম্বর ওয়ার্ড সিটিজেন্স ফোরামের যৌথ উদ্যোগে সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয়। এই অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা সংস্থার প্রতিষ্ঠাতা রোশন জয়সওয়াল ও ২৭ নম্বর সিটিজেনস ফোরামের সম্পাদক সুবীর সাহা। এদিন শহীদ মঞ্চে মাল্যদান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিগ্রেডিয়ার বলবীর সিংহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বোস। ছিলেন বিধায়ক বিবেক গুপ্তা, পৌর মাতা মীনাক্ষী গাঙ্গুলী, পৌর পিতা স্বপন কুমার দাস, পৌরপিতা মোহন কুমার গুপ্তা, পৌর পিতা বিজয় উপাধ্যায়, ওয়ার্ড ৩৭ এর সভাপতি পিয়াল চৌধুরী, ওয়ার্ড ২৩ এর সভাপতি স্বপন বর্মন, রাজেশ জয়সওয়াল, রাজিব জয়সওয়াল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। তীব্র গরমকে উপেক্ষা করে শহীদদের স্মৃতিতে সমর্পিত এই রক্তদানে নারী ও পুরুষ নির্বিশেষে এগিয়ে আসেন।
Comments
Post a Comment