বরানগর মল্লিক কলোনি শিবমন্দির পরিচালন সমিতির নীল পূজো ও প্রতিষ্ঠা দিবস পালন ১৫ এপ্রিল ২০২৫
বাংলা নববর্ষের প্রাক্কালে উৎসবে সামিল হলো সমগ্র বরানগর মল্লিক কলোনি বাসিন্দারা। তিন দিনব্যাপী নীল পুজো ও প্রতিষ্ঠা দিবস পালন করলো বরাহনগর মল্লিক কলোনি শিবমন্দির পরিচালন সমিতি। বিশেষ আরাধনা, গঙ্গা আরতি ও গঙ্গায় প্রদীপ ভাসানো মধ্যে দিয়ে পালিত হলো মন্দিরের প্রতিষ্ঠা দিবস। নীল ষষ্টি ও মন্দিরের প্রতিষ্ঠা দিবসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সকল এলাকাবাসী, সমগ্র ভক্তবৃন্দ ও শিব মন্দির পরিচালন সমিতির কমিটি সদস্যরা । সমগ্র অনুষ্ঠান শেষে ছিল ঠাকুরের মহা ভোগ বিতরণ । বাউল শিল্পী বিকাশ ক্ষ্যাপা ও সম্প্রদায় কে দেখা যায় এলাকাবাসীকে বাউল গানে মাতিয়ে তুলতে।
Comments
Post a Comment