দিনের পর দিন ন্যায্য মূলের ওষুধের দোকান বন্ধ কেনো,জবাব চাইলেন ডেপুটেশন এর মাধ্যমে।
মিশন অভয়ার অন্তর্গত নারী ন্যায় অভিযান নামক কর্মসূচির ডাক দেয় পশ্চিমবঙ্গ মহিলা কংগ্রেস। আজ হাওড়া জেলা হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকান খোলার দাবি, হাসপাতালের সুষ্ঠ স্বাস্থ্য ব্যবস্থা, ক্যার্দিওলজি ও নিউরোলজি ওপিডি পরিষেবার দাবি ও নিন্ম মধ্যবিত্তদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবার দাবিতে এক প্রতিবাদের ডাক দেয় পশ্চিমবঙ্গ মহিলা কংগ্রেস। এদিন হাওড়া জেলার INTUC এর শ্রাবন্তী সিং এর নেতৃত্বে প্রতিবাদ মিছিলে বহু মহিলা ও পুরুষ কংগ্রেস সমর্থক অংশগ্রহণ করে। মিছিল শেষে হাসপাতালের সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুমিতা ঘোষাল, মনীষা দাস, রিপু রায়, অনিতা সিং, নিতু শাউ,হাওড়া জেলা কংগ্রেসের
সহসভাপতি প্রণব কুমার খান,প্রদেশ কংগ্রেস সদস্য মানস ব্যানার্জী হাওড়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ প্রতিম ঘোষ ,মধ্য হাওড়া ব্লক কংগ্রেসের সভাপতি মানস ব্যানার্জী,হাওড়া জেলা আইএনটিইউসির সভাপতি সুনীল সিং,হাওড়া জেলা আইএনটিইউসির সাধারণ সম্পাদক মনোজ সিং, বালি যুব কংগ্রেসের সহসভাপতি সত্যম বাগানী সহ অন্যান্যরা।
Comments
Post a Comment