পূর্ব ভারতেও এখন উপলব্ধ এনলার্জড প্রোস্টেটের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি - রেজাম ওয়াটার ভেপার থেরাপি
Ø মিনিমালি ইনভেসিভ পদ্ধতি: কোনও কাটা-ছেঁড়ার প্রয়োজন নেই; এমনকি কোনও সাধারণ বা স্পাইনাল অ্যানেস্থেসিয়ারও দরকার হয় না; লোকাল অ্যানেস্থেসিয়ার ব্যবহার করেই এই চিকিৎসা সম্ভব। Ø ইরেক্টাইল এবং মূত্রনালীর কার্যকারিতা সংরক্ষণ করে: অনেক সময় সার্জারীর কারণে কনজুগাল লাইফে প্রভাব পড়ে ও মূত্রনালীরও বিভিন্ন সমস্যা দেখা যায়। কিন্তু এই পদ্ধতিতে রোগীর কনজুগাল লাইফে ও মূত্রনালী সংক্রান্ত কোন সমস্যা হয় না। Ø দ্রুত স্বাভাবিক জীবনে ফেরা: বেশিরভাগ ক্ষেত্রে রোগী কয়েক দিনের মধ্যেই স্বাভাবিক জীবনে ফিরতে পারেন ও নিজ নিজ কর্মক্ষেত্রে যোগ দিতে সক্ষম হন। কলকাতা, ১৯ নভেম্বর ২০২৪: শহরের বিশিষ্ট ইউরোলজিস্টদের উপস্থিতিতে কলকাতা তথা সমগ্র পূর্ব ভারতে পথ চলা শুরু হল রেজাম ওয়াটার ভেপার থেরাপির মত একটি অত্যাধুনিক চিকিৎসার। রেজাম ওয়াটার ভেপার থেরাপি, বিনাইন প্রোস্ট্যাটিক হাইপারপ্লাজিয়া (BPH) এর জন্য বিশ্বব্যাপী প্রশংসিত, মিনিমালি ইনভেসিভ প্রসেস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামারিটান মেডিকেল, সার্জিকাল এবং ক্রিটিক্যাল কেয়ারের কর্পোরেট কমিউনিকেশনস হেড শ্রীমতি বল্লরী ...
Comments
Post a Comment