ডক্টর মহেন্দ্র দাদিজ আকুপ্রেসার এক্সপার্ট, ও প্রসিদ্ধ বাস্তুবিদ। কলকাতায় এক সাংবাদিক সম্মেলনীতে। নিজস্ব অফিস।
আকুপ্রেসার থেরাপির মাধ্যমে দুরারোগ্য রোগের উপর দক্ষতার সাথে মানবসেবার কাজ করে চলেছেন ডঃ মহেন্দ্র দধিচ। বর্তমানে বাস্তু নিয়ে আমরা সকলেই অবগত। কোনো প্রকার ফাটল ছাড়াই বাস্তু সমাধানে পারদর্শী তিনি। মানুষের নখের দিকে তাকিয়ে ভবিষ্যতের ভবিষ্যদ্বাণী করার বহুমুখী প্রতিভার জন্য তিনি পারদর্শী । তিনি তার জীবদ্দশায বহু সম্মান অর্জন করেছেন। এছাড়াও বাস্তুতে অনেক পুরস্কার জিতেছেন। অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের একমাত্র নাম ডঃ মহেন্দ্র দধিচ। আসুন জেনে নিই তার জীবনের উদ্দেশ্য ও আগামী দিনের পরিকল্পনা।
Comments
Post a Comment