বরানগরের MLA সায়ন্তিকা ব্যানার্জি ও বরানগর পৌরসভার ওইকান্তিক উদ্যোগে, তৈরি হচ্ছে ফুট ব্রিজ।

Sayantika Banerjee: একটা সুখবর আছে সকলেরর জন্যে 

- বিধান সভার অধিবেশন চলা কালীন আমি ডানলপ ফুটব্রিজ নির্মাণের প্রস্তাব দিয়েছিলাম 
- ⁠আশা করি অতি শীঘ্রই এই ফুটব্রিজ নির্মানের কাজ শুরু হবী এবং বরানগরের বহু মানুষ উপকৃত হবে ।
- ⁠আমি মা মাটি মানুষের সরকারকে  ধন্যবাদ জানাতে চাই অত্যন্ত গুরুত্ব ও তৎপরতার সাথে এই প্রস্তাব টি কে গ্রহণ করার জন্যে ।
জয় বাংলা
 Sayantika Banerjee MLA Barranagar: নামেই পাশে আছে সায়ন্তিকা! অনেকেরই মনে হতে পারে। কিন্তু বাস্তবে তা একদমই না। ভোটের প্রচারের সময় ডানলপের মোর দিয়ে যাওয়ার সময় বলেছিলেন এখানে একটা অভার ব্রীজের প্রয়োজন। যেমন কথা তেমন কাজ। আজ ডানলপ মোরে পর্যবেক্ষণে বরানগরের কাছের মানুষ কাজের মানুষ সায়ন্তিকা ব্যানার্জী মহাশয়া এবং সাথে  PWD বিভাগীয় দপ্তর।

Comments

Popular posts from this blog

The Times Of India prestigious 7th edition Business award

গ্ল্যামারএক্স-এর আয়োজনে "সারা বাংলা এক ফ্যাশন শো": বৈচিত্র্যের রঙে রাঙা এক সন্ধ্যা

পূর্ব ভারতেও এখন উপলব্ধ এনলার্জড প্রোস্টেটের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি - রেজাম ওয়াটার ভেপার থেরাপি