MLA BARRANGAR প্রদীপ জ্বালিয়ে স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবিরে শুভ উন্মোচন করলেন।

বর্ষার আগমনে প্রকোপ বাড়ে নানান জলবাহিত রোগের। থেকে যায় ডেঙ্গুর সম্ভাবনাও। এই সকল পরিস্থিতির কথা মাথায় রেখে আজ বরানগর পৌরসভার ৩২নং ওয়ার্ড অন্তর্গত লক্ষ্মী ভবনে স্বাস্থ্যশিবির ও ২৮ নং ওয়ার্ড অন্তর্গত বিহারীলাল পাল স্ট্রিট, দর্জিপাড়ায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল৷ সকলের সুস্থতা কামনা করি। আয়োজকদের জানাই আন্তরিক অভিনন্দন।

Comments

Popular posts from this blog

পূর্ব ভারতেও এখন উপলব্ধ এনলার্জড প্রোস্টেটের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি - রেজাম ওয়াটার ভেপার থেরাপি

The Times Of India prestigious 7th edition Business award

জাগো ইন্ডিয়া জাগো ফিটনেস ক্যাম্পেইন – আর নয় অজুহাত, এবার ফিটনেসে মন দাও